ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ঢাকায় এসেছেন নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার (১ মার্চ) তিনি ঢাকায় পৌঁছান। বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন নতুন রাষ্ট্রদূত।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড টুইটে এ তথ্য নিশ্চিত করেছে। টুইটে বলা হয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস আজ ঢাকায় পৌঁছেছেন। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও ব্যবসায়িক বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রীতি অনুযায়ী, নতুন রাষ্ট্রদূত শিগগিরই বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তারা বলছেন, নতুন রাষ্ট্রদূত মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাণিজ্য নীতি উপদেষ্টার কাজ করার কারণে আশা করা হচ্ছে, তিনি ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ইস্যুতে গুরুত্ব দেবেন।

কূটনৈতিক হিসেবে ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে কাজ করেছেন পিটার হাস। ইংরেজির পাশাপাশি ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ তিনি।