বিএনপি কখনই চায়না দেশ দুর্নীতি মুক্ত হোক: বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রকৃত অর্থে দেশ দুর্নীতি মুক্ত হোক বিএনপি কখনোই এটা চায় না। কারণ তারা নিজেরাই দুর্নীতিবাজ।

সোমবার (১১ এপ্রিল) বিএনপি নেতাদের দুদকে অভিযোগ জানানোর প্রেক্ষিতে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জামাতিরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য। তাদের প্রতিটা কথা নেতিবাচক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন,তাদের প্রত্যেকটা কথার মধ্যে রয়েছে দলীয় স্বার্থ ও দলীয় এজেন্ডা বাস্তবায়ন। তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।