পার্লামেন্টে কথা বলার মতো এখন তো আর কেউ নেই: রিজভী

পার্লামেন্টকে অকার্যকর করা হয়েছে দাবি করে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পার্লামেন্টে কথা বলার মতো এখন তো আর কেউ নেই। একটা ‘পাতানো’ পার্লামেন্ট করেছেন। সেই পার্লামেন্টে শক্তিশালী বিরোধীদল নেই। কারণ সেই পার্লামেন্টে স্বচ্ছ ভোটের মাধ্যমে হয়নি। তাই সেই পার্লামেন্টে মমতাজের গান হয়, কিন্তু সেখানে বিরোধীদলের ডিবেট হয় না। এইভাবে আপনি একটা ‘অনুগত’ পার্লামেন্ট বানানোর চেষ্টা করছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

দেশে শক্তিশালী বিরোধীদল না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা দেখিয়ে বিরোধীদলকে ‘গোরস্থানে’ রাখার ব্যবস্থা করেছেন, বিরোধীদল শক্তিশালী বলেই তো তাদের ‘গোরস্থানে’ পাঠাচ্ছেন, না হয় লাল দালানের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন।

তিনি বলেন, বিএনপি বিরোধীদল হিসেবে এতই শক্তিশালী, আপনি তাদের এতই ভয় পান যে, তরুণ উদীয়মান নেতা ইশরাককে বন্দি করে রেখেছেন। মজনুর মতো তরুণ নেতাকে বন্দি করে রেখেছেন। শেখ ফরিদ আহমেদ মানিক, সুমন ভুঁইয়াদের মতো তরুণ নেতাদের বন্দি করে রেখেছেন।