বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতা দখল করে সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতায় টিকে আছে। তারা শ্রমিক শ্রেণিসহ সব মানুষের অধিকারগুলো হরণ করেছে।
রোববার (১ মে) সকাল ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
সংগ্রাম-রক্তপাত ছাড়া কোনো দাবি আদায় হয় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছে।
দ্রব্যমূল্য আকাশচুম্বী, চাল, ডাল, তেল লবণসহ সবকিছুর দাম বেড়েছে। আজকে শ্রমিক ভাইয়রা কি কষ্টে দিন যাপন করছেন সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন।
তিনি বলেন, আজকে আমাদের ৩৫লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ছয় শতাধিক নেতাকর্মীকে গুম, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিনা বিচারে আটক অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। বৈষম্যবিহীন একটা রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। দুর্ভাগ্য আজকে ৫০ বছর পরে সেই অধিকারগুলো আমরা ফিরে পায়নি।