দেশে বেকারের সংখ্যা প্রায় পাঁচ কোটি: জি.এম কাদের

‘দেশে বেকারত্ব নেই’ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এমন মন্তব্যের সমালোচনা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেছেন, ‘দেশে বেকারের সংখ্যা প্রায় পাঁচ কোটি। যারা বেকারত্ব বোঝে না, তারা মানুষের কষ্টও বোঝে না। তাদের দেশ পরিচালনার অধিকার নেই।’

এর আগে বুধবার (১১ মে) এক সেমিনারে সালমান এফ রহমান বলেন, ‘আমি মনে করি বাংলাদেশে.. দেয়ার ইজ নো আনএমপ্লয়মেন্ট (এখানে কোনো বেকারত্ব নেই)। পোশাক কারখানায় এখন অনেক বেশি অর্ডার আসছে। অথচ কাজের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এটা শিল্প খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ঈদ-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সালমান এফ রহমানের এ বক্তব্যের সমালোচনা করে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, ‘কাউকে ক্ষমতায় বসাতে জাপা কারও সঙ্গে আর জোট করবে না। এভাবে চলতে পারে না। বাঁচতে হলে লড়তে হবে। এভাবে চলতে থাকলে গণতন্ত্রের স্বপ্ন শেষ হয়ে যাবে। বহুদলীয় গণতন্ত্র রক্ষা করা যাবে না।’

তিনি বলেন, ‘নিরক্ষরতার জন্য নির্বাচনে যে দেশে নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়। সবাই প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না। এমন বাস্তবতায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ যুক্তিযুক্ত হবে না।’

জিএম কাদের আরও বলেন, ‘এ মেশিনে ব্যালট পেপার থাকে না। ভোটিং মেশিন যে রেজাল্ট দেবে, সেটাই ঘোষণা হবে। ব্যাপারটা এমন যে, দেশের মানুষকে চাঁদে পাঠাতে চাচ্ছে সরকার। কিন্তু সেখানে বসবাসের পরিবেশ সৃষ্টি হয়নি।