কুমিল্লা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনের জন্য এরই মধ্যে প্রার্থী নিশ্চিত করেছে আওয়ামী লীগ। অন্যদিকে, বর্তমান মেয়র ও বিএনপির মনিরুল হক সাক্কুও নামতে চান ভোটযুদ্ধে। নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনে দলীয় পদ-পদবি ছাড়তেও রাজি তিনি।
প্রসঙ্গত, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে আসন্ন কুমিল্লা সিটি নির্বাচনে অংশ নিলে বিএনপির পদ-পদবি হারাতে হতে পারে বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে, পরিণতি হতে পারে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়া তৈমুর আলম খন্দকারের মতো। তবে তা সত্ত্বও নির্বাচনে যাওয়ারে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সংগ্রহ করেছেন মনোনয়ন ফরমও। বর্তমানে কুমিল্লা দক্ষিণ বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে মনিরুল হক সাক্কু স্পষ্ট করেই বলছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় পদ-পদবি ছেড়ে ভোটযুদ্ধে নামতে চান তিনি।
এর আগে দুই মেয়াদে মেয়র হয়ে বেশ কিছু সমালোচনার জন্ম দিয়েছেন সাক্কু। মেয়র হিসেবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুয়ে সালাম করেও আলোচনায় আসেন তিনি।
এদিকে, জয়ের বিষয়ে আশাবাদী নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে নামা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক। বিজয়ী হলে পরিকল্পিতভাবে নগরী সাজানোর প্রতিশ্রুতি তার।
প্রসঙ্গত, আগামী ২৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়ার কথা রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।