সহযোগী সংগঠন ও ঢাকা মহানগরের সাথে আওয়ামী লীগের যৌথ সভা ৩১ মে

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ  সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভা আগামী ৩১ মে ২০২২ মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

সভায় আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের কার্যক্রম নিয়ে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহকে নির্দেশনা দেওয়া হবে। এছাড়া এবছরের শেষে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগকে সম্মেলনের তাগাদা দেওয়া হবে।