সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপো কনটেইনারে বিস্ফোরণের ঘটনায় আরও এক ফায়ার ফাইটার মারা গেলেন। সীতাকুণ্ডের ঘটনায় এ নিয়ে ১০ জন ফায়ার ফাইটারের মৃত্যু হলো।

রোববার (১২ জুন) দিনগত রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান গাউসুল আজম।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গাউসুলের শরীরে ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আগুনে তার শ্বাসনালী পুড়ে যায়। চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঘটনার পরদিন তাকেসহ সাতজনকে ঢাকায় আনা হয়।

ওইদিনই তাকে ভর্তি করা হয় আইসিইউতে। পরে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে মাঝে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। কিন্তু সর্বশেষ তার অবস্থার আবারও অবনতি হয়।

গাউসুলের ফুপাতো ভাই কোরবান আলী বলেন, দুই ভাইবোনের মধ্যে গাউসুল ছোট। ২০১৮ সালে ফায়ার ফাইটার হিসেবে চাকরিতে যোগ দেয় গাউসুল। বিয়ে করেছে মাত্র দুই বছর হয়েছে। তার স্ত্রীর নাম কাকলী আক্তার। সিয়াম নামে ৬ মাস বয়সী একটি ছেলে রয়েছে তাদের সংসারে।

গাউসুল গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে। তার মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে