ঢাবি ক্লাবে গভীর রাতে রিজভীর ‘গোপন বৈঠক’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গভীর রাতে অবস্থান করা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ক্লাবের সদস্য ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারকে আহ্বায়ক করে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ক্লাব কর্তৃপক্ষ ক্লাবের সভাপতি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষক এবিএম ওবায়দুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

ঢাবি ক্লাবের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত নীল দলের সিনেট সদস্য অধ্যাপক আব্দুর রহীম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক একজন নেতার সঙ্গে ক্লাবে বৈঠক করার বিষয়ে জানতে চেয়ে এই নোটিশ দেয়া হয়েছে। পাশাপাশি একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এদিকে, ঢাবি ক্লাবে ‘গোপন বৈঠকে’ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত অভিযোগ করে রিজভী ও ওবায়দুলের গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মঙ্গলবার (২১ জুন) বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে সংগঠনটি।