জবি ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত

নতুন কমিটির মেয়াদ ছয় মাস না পেরোতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিরতে এ তথ্য জানানো হয়েছে। তবে কমিটি স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিতে ইব্রাহিম ফরাজীকে সভাপতি এবং আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে রাষ্ট্রপতির ছেলের গাড়িচালক মারধরের শিকার হন। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের লোকজন জড়িত ছিলেন। এজন্য নতুন কমিটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

এছাড়া এক নেত্রীকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া এবং টেন্ডার ও চাঁদাবাজির অভিযোগে এ কমিটি স্থগিত করা হয়েছে বলে মনে করেন তারা।