মানবপাচারকারীরা ডিজিটাল স্পেসে ঢুকে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, মানবপাচারকারীরা ডিজিটাল স্পেসে ঢুকে গেছে। বিভিন্ন প্রভাব দেখিয়ে তারা পাচার করছে। কিন্তু তাদের শনাক্তে সরকার তৎপর রয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মানবপাচার প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, বিশ্বের উন্নত দেশগুলোকে মানবতা নিয়ে মানবপাচার রোধে এগিয়ে আসতে হবে। পাচারকারীদের শাস্তি নিশ্চিত না করতে পারলে মানবপাচার বন্ধ করা সম্ভব নয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মানবপাচার প্রতিরোধে জিরো টলারেন্স দেখাচ্ছে সরকার। রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।