বিএনপি সব ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে: মির্জা ফখরুল

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিএনপির মহাসচিব বলেন, জন্মাষ্টমীর এ শুভ দিনে আমি সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হিন্দু সম্প্রদায়ের আরাধ্য শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

সব ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মূলবাণী মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও শুভেচ্ছাবোধ। সব কালে, সব যুগে বিভিন্ন ধর্মের প্রবক্তারা মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চালিত হওয়ার উপদেশ দিয়েছেন।

শ্রীকৃষ্ণও একই উদ্দেশে পৃথিবীতে আবির্ভূত হয়ে জনসমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ স্থাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। বিএনপি সব ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। হিন্দু ধর্মাবলম্বীদের এ দিনটিকে বিএনপি সরকার সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিয়েছিল। আমি জন্মাষ্টমীর এ শুভক্ষণে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।