আওয়ামী লীগ গণতন্ত্রের মোড়কে স্বৈরাচারী সরকার। এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করে দেশে যা ইচ্ছে তাই করছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে বনানীতে ‘ছোটদের পল্লীবন্ধু’ বইয়ের প্রকাশনা উৎসবে এ মন্তব্য করেন তিনি। জি এম কাদের বলেন, উন্নয়নের নামে লুটপাট চালাচ্ছে তারা। যে পদ্মা সেতু নির্মাণ করেছে তা হলো মহাদুর্নীতির উদাহরণ। আর এখন সেতুতে রেলের বাজেট নিয়েও দুর্নীতি চলছে বলে মন্তব্য করেন জি এম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশে সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনা ঘটছে, তার সাথে জড়িত রয়েছে আওয়ামী লীগ। এ সময় জি এম কাদের বলেন, এরশাদ ছিলেন অসাম্প্রদায়িক। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কেউ লাভবান হতে পারেনি। তাই এরশাদকে নিয়ে যে অপপ্রচার চলছে তা বন্ধের আহ্বান জানান তিনি।
জি এম কাদের বলেন, এরশাদকে নিয়ে অনেক বেশি অপপ্রচার হয়েছে, হচ্ছে। সেই বিকৃতি থেকে সরে আসতে হবে। বন্ধ করতে হবে। এরশাদের আমল অবৈধ ছিল না। মার্শাল ল বৈধ ছিল। এরশাদ স্বৈরাচার না। এই সরকার নিজেই তা। জনগণ আসল সত্য জানে।