ছোট বেলা থাকেই আল মামুন স্বল্পভাষী। মুখে কম কথা বললেও মামুনের দু’হাতের জাদুতে কথা বলে কীবোর্ড। দক্ষ কীবোর্ডিষ্ট হিসেবে পরিচিতি পেয়েছেন সঙ্গীতাঙ্গনে। মঞ্চে নামী দামী সব শিল্পীর পাশে কীবোর্ড বাজান আল মামুন।
হালের জনপ্রিয় মাধ্যম ইউটিউবে ঝড় তোলা অনেক গানের মিউজিক করেছেন আল মামুন। রেকর্ডিং ষ্টুডিও গুলোতে রয়েছে তার কর্ম-উপস্থিতি।
আল মামুনের জন্ম চাঁদপুর জেলার মতলব উপজেলায়। চার ভাই বোনের মাঝে খুনসুটিতে কেটেছে শৈশব কৈশোর। জীবনের প্রতিটি কাজেই মামুন খুঁজে পান সঙ্গীত। মামুন বলেন, জীবন মানেই সঙ্গীত, বৃষ্টির মতো রিমঝিম রিমঝিম ছন্দ।
সঙ্গীতের মাধ্যমে তিনি জীবনেরই কথা বলতে চেষ্টা করেন। ভালো মন্দ যাই হোক বাকি জীবন তিনি সঙ্গীতেই কাটাতে চান।