অব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার দাবি, অব্যবস্থাপনা ও অনিয়মের দিক দিয়ে সারা বিশ্বে জরিপ করা হলে বাংলাদেশের কাছাকাছি কোনো দেশ নেই।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
খাদ্যের অভাবে কখনো দুর্ভিক্ষ হয় না বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, দেশে একনায়কতন্ত্র চললে সেদেশে দুর্ভিক্ষ হবেই। গণতন্ত্র না থাকলে বৈষম্য সৃষ্টি হয়। বৈষম্য থেকেই দেখা দেয় দুর্ভিক্ষ।
জাতিসংঘের খাদ্যবিষয়ক একটি প্রতিষ্ঠানের উদ্বৃতি দিয় জাপা চেয়ারম্যান বলেন, বিশ্বের ৪৫টি দেশে খাদ্য সংকট হবে। তারমধ্যে এশিয়ার নয়টি আর দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশের নাম আছে।
দেশে গণতন্ত্র নেই বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে। তাই দুর্ভিক্ষ ঠেকাতেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সুশাসন এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে।