রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে একইসাথে সম্পর্ক রাখা চ্যালেঞ্জ হলেও বাংলাদেশ সেটি ভালোভাবেই করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এমনটা জানান মন্ত্রী। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ স্থিতিশীল থাকাতেই উন্নত দেশগুলোর আগ্রহ বাড়ছে নিয়মিত। এছাড়া বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সরকার আন্তরিক বলেও জানান তিনি। বিদেশি দূতাবাসগুলো পরামর্শ দিতে পারে কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ বাংলাদেশই করতে পারে বলেও মন্তব্য করেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সমস্য থাকতে পারে। সেটা তাদের মাথাব্যথা। আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। কারণ, কী কারণে তাদের মধ্যে অসুবিধা সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গেই বৈরিতা নয়- আমরা এই নীতিতে বিশ্বাস করি।

এর আগে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এসেছিলেন বলেই আমরা বাংলাদেশ পেয়েছি। এছাড়া সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশ একসময় উন্নত দেশগুলোতে ভিসামুক্ত অবস্থায় ঢুকতে পারবে।