২০২৩ সালের নতুন পাঠ্যক্রম নিয়ে আস্থার সংকট হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আরও জানান, পাঠ্য বইয়ে কিছু ভুল পাওয়া গেছে, তা সংশোধন করা হবে।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীতে নৈতিক শিক্ষা বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা জানান। বলেন, কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া কোনো সাইট থেকে অনুবাদ তুলে দেয়া ঠিক হয়নি। এ নিয়ে লেখক ও সম্পাদক বিবৃতি দিয়েছেন। পাঠ্য বইয়ে পাওয়া ভুল সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে পুরো শিক্ষাক্রম খারাপ, এমন সমালোচনা উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
আগামী ৩১ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা সব বই পাবে বলে এ সময় উল্লেখ্য করেন দীপু মনি।