বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সরকারের মন্ত্রীদের অপপ্রচার তাকে ফের কারাগারে নেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ মে) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক সাংবাদিক জানতে চান, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকারের মন্ত্রী-নেতারা নানারকম বক্তব্য দিচ্ছেন, এ বিষয়ে বিএনপির বক্তব্য কী?
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন আজ নয় বেশ কিছুদিন ধরে অসুস্থ। আপনারা জানেন, একবার তাকে চার মাস হাসপাতালে থাকতে হয়েছে। তখনও আপনাদের বারবার করে বলেছি যে, তিনি খুব জটিল কিছু রোগে ভুগছেন। তার মধ্যে আছে লিভার, হৃদরোগ ও ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা। এই বিষয়গুলো সবাই জানেন। এরপরও যদি তারা এই সমস্ত কথা-বার্তা বলে, অপপ্রচার করে… এর অর্থই হচ্ছে তারা আবারও কোনো গভীর চক্রান্ত করছে। এর মধ্য দিয়ে দেশনেত্রীকে (খালেদা জিয়া) তারা আবার কারাগারে নিতে পারে কি না, এ ধরনের পরিকল্পনা বা চক্রান্ত করছে কি না, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে।’
খালেদা জিয়ার চিকিৎসা পাওয়া একটা মৌলিক অধিকার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘মেডিকেল বোর্ড বলেছে যে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। বাংলাদেশে তার সেই উন্নত চিকিৎসা সম্ভব নয়। কিন্তু এখন পর্যন্ত সরকার সে বিষয়ে কর্ণপাত করেনি। উপরন্তু এ ধরনের অপপ্রচারের মতো কথাবার্তা বলে তারা অমানবিক আচরণ করছে। তারা দেশনেত্রীর সঙ্গে এবং জনগণের সঙ্গে একটা তামাশা করছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানসহ আরও অনেকে।