দলের সিদ্ধান্ত উপেক্ষা করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের ২৯ জন কাউন্সিলর প্রার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে দলটি।
মঙ্গলবার (১৬ মে) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এর কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন। দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী (২৯ জন) নেতৃবৃন্দকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
দল থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন
(১) হাসান আজমল ভূঁইয়া, আহ্বায়ক, সদর মেট্রো থানা যুবদল (২৮নং ওয়ার্ড)
(২) হান্নান মিয়া হান্নু, সাবেক আহ্বায়ক, সদর মেট্রো থানা বিএনপি (২৬নং ওয়ার্ড)
(৩) মোছলেম উদ্দিন মুসা চৌধুরী, সাধারণ সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি (১৭নং ওয়ার্ড)
(৪) সফিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি (৩৭নং ওয়ার্ড)
(৫) ফয়সাল সরকার, আহ্বায়ক, গাজীপুর মহানগর শ্রমিকদল (১৭নং ওয়ার্ড)
(৬) এ্যাড. নজরুল ইসলাম বিকি, সদস্য সচিব, পূবাইল মেট্রো থানা বিএনপি (৪০নং ওয়ার্ড)
(৭) সুলতান উদ্দিন চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক, পূবাইল মেট্রো থানা বিএনপি (৪২নং ওয়ার্ড)
(৮) মজিবর সরকার, সভাপতি, সদর মেট্রো থানা বিএনপি (২৫নং ওয়ার্ড)
(৯) মাহবুবুর রশিদ খান শিপু, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২৪নং ওয়ার্ড)
(১০) সবদের আহাম্মদ, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২২নং ওয়ার্ড)
(১১) খায়রুল আলম, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২৯নং ওয়ার্ড)
(১২) জি এস মনির, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২৯নং ওয়ার্ড)
(১৩) শহিদ, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (২১নং ওয়ার্ড)
(১৪) মো. তানভির আহমেদ, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (১৯নং ওয়ার্ড)
(১৫) শাহিন আলম, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (১৯নং ওয়ার্ড)
(১৬) আনোয়ার সরকার, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (৩০নং ওয়ার্ড)
(১৭) রফিকুল ইসলাম রাতা, সদস্য, সদর মেট্রো থানা বিএনপি (১৬নং ওয়ার্ড)
(১৮) আবুল হাশেম, সদস্য, গাজীপুর মহানগর বিএনপি (৫৫নং ওয়ার্ড)
(১৯) সেলিম হোসেন, সদস্য, টঙ্গী পশ্চিম থানা বিএনপি (৫৫নং ওয়ার্ড)
(২০) মো. ফারুক হোসেন খান, সাবেক সদস্য, গাজীপুর মহানগর বিএনপি (৩৫নং ওয়ার্ড)
(২১) খন্দকার নুরুন্নাহার, সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর মহানগর মহিলা দল (২৫,২৬ ও ২৭নং ওয়ার্ড)
(২২) কেয়া শারমিন, সহ-সভাপতি, গাজীপুর মহানগর মহিলা দল (৫২,৫৩ ও ৫৪নং ওয়ার্ড)
(২৩) ফিরোজা বেগম, সদস্য, গাজীপুর মহানগর মহিলা দল (৪৬,৪৭ ও ৪৮নং ওয়ার্ড)
(২৪) হাসিনা মমতাজ, সিনিয়র সহ-সভাপতি, টঙ্গী পূর্ব থানা মহিলা দল (৪৬,৪৭ ও ৪৮নং ওয়ার্ড)
(২৫) এ্যাড. আলম, সাবেক সভাপতি, ১১নং ওয়ার্ড বিএনপি (১১নং ওয়ার্ড)
(২৬) আউয়াল সরকার, সভাপতি, ৩৭নং ওয়ার্ড বিএনপি (৩৭নং ওয়ার্ড)
(২৭) মো. মাহফুজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক, গাছা থানা বিএনপি (৩৪নং ওয়ার্ড)
(২৮) মোবারক হোসেন মিলন, যুব বিষয়ক সম্পাদক, ৪৯নং ওয়ার্ড বিএনপি (৪৯নং ওয়ার্ড)
(২৯) ইঞ্জি. মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা যুবদল (৫১নং ওয়ার্ড)