পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে অশান্তি সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ কখনও শ্রীলঙ্কার মতো দেউলিয়া হবে না। বাংলাদেশ ইউরোপ, জাপান ও চীনের মতো হবে।
রোববার (২৫ জুন) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে হতদরিদ্রদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যখন বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব কষ্ট পেয়েছেন। এখন বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। ১০ লাখ টন কয়লা আমদানি ইতোমধ্যে আমদানি হয়েছে।
এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক পলিত বখত, শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনারুজ্জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৪১০ পরিবারের মাঝে পাঁচ লাখ ২৬ হাজার ৯৭৫ টাকার চেক বিতরণ করা হয়।