দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে ডায়াবেটিস বাড়ে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। চিকিৎসা সেবা ভালো না হলে হাসপাতালে এত রোগী আসতো না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল ২০১৩ পাসের আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন।
এর আগে এ বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা স্বাস্থ্যসেবার মান নিয়ে বিভিন্ন অভিযোগ ও সমালোচনা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে অ্যাক্রেডিটেশনটা লাগবে, শিক্ষার মান, প্রতিষ্ঠানের মান বৃদ্ধি করতে হবে। যারা চিকিৎসা দেবে তাদের মানও ভালো হতে হবে, শিক্ষিত হতে হবে।
আ্যাক্রেডিটেশন হলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসার মান ভালো হবে। এই অ্যাক্রেডিটেশনের বিষয়টি অনেক দেশই করে ফেলেছে।