মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ভাটবাউর এলাকায় বাসের ধাক্কায় একটি লেগুনা সড়কের খালে পড়ে গেলে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন – লেগুনার চালক জাহিদ, আয়শাআবেদ ফাউন্ডেশনের কর্মী হুসনে আরা ও মানিকগঞ্জ শহরের মিষ্টির কারিগর মহাদেব মদক।
আহত পাঁচজনের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং একজনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আরেকজন মুসা মিয়াকে ঢাকার পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মুসা মিয়া গ্রামীণ ব্যাংক চাকরি করেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী লেগুনাটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে আসছিল। পথে যাত্রী নামানোর জন্য ভাটবাউর এলাকায় থামে লেগুনাটি। এসময় পেছন থেকে অন্য আরেকটি স্টাফ বাস সজোরে ধাক্কা দিলে লেগুনা পার্শ্ববর্তী খালে পড়ে যায় এবং আংশিক তলিয়ে যায়। দুর্ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং বাকি এক জন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লেগুনাকে উদ্ধার করে। দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।