রাজধানীর আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার সময় এক নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গ্রেপ্তার আসামি হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (৩৫)।
সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাবের অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নাশকতাকারী যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করার সময় হাতেনাতে তাকে আব্দুল্লাহপুর থেকে গ্রেপ্তার করা হয়।