বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের দ্বিতীয়বারের মতো সভাপতি হয়েছেন সাবেক সচিব ড. মোহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়া ইআরডির অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক করে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ কমিটি গঠন করা হয়।
বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের সভাপতি সাবেক সচিব ড. মুহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজস্ব বোর্ডের সদস্য ফজলুল হক, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব শ্যামসুন্দর শিকদার, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলুল কবীর, সাবেক অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, যুগ্ম-সচিব জসীম উদ্দিন হায়দারসহ বৃহত্তর নোয়াখালীর বিপুল সংখ্যক কর্মকর্তা।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের ২০২৪-২০২৬ মেয়াদে সাবেক সচিব ড. মুহাম্মদ বেলায়েত হোসেনকে সভাপতি এবং ইআরডির অতিরিক্ত সচিব আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি-১ সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, সহ-সভাপতি-২ জনপ্রশাসন মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি-৩ সাবেক অতিরিক্ত সচিব মোঃ ইমরান, যুগ্ম-মহাসচিব-১ সাবেক পরিচালক (যুগ্মসচিব) কামাল উদ্দিন, যুগ্ম-মহাসচিব-২ পরিকল্পনা বিভাগ এর সিনিয়র সচিব সত্যজিত কর্মকার, যুগ্ম-মহাসচিব-৩ জাতীয় রাজস্ব বোর্ড ডেডো’র মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, কোষাধ্যক্ষ সাবেক অতিরিক্ত পরিচালক মোঃ আবদুর রব ভূঁইয়া, সাংগঠনিক সচিব সমাজ কল্যান মন্ত্রণালয় এর যুগ্ম সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম-সাংগঠনিক সচিব-১ জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য (কর) এম এম ফজলুল হক আরিফ, যুগ্ম-সাংগঠনিক সচিব-২ সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সাংগঠনিক সচিব-৩ সাবেক সহকারী পরিচালকব নূর উদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ সচিব অর্থ বিভাগ এর প্রোগ্রাম এক্সিকিউটিভ এন্ড কো-অর্ডিনেটর (যুগ্মসচিব) মোঃ রফিকুল ইসলাম, প্রকাশনা সচিবসড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর উপসচিব মোঃ আবু নাছের, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর উপসচিব বেগম আজিজুন নাহার, প্রচার সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর পিআরও মাহবুবুর রহমান তুহিন, দপ্তর সচিব সাবেক সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. মোছলেহ উদ্দিন।
সদস্য-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এর সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, সদস্য-২ সেতু বিভাগ এর সচিব মো. মনজুর হোসেন, সদস্য-৩ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন, সদস্য-৪ কর কমিশনার মো. ইকবাল হোসেন, সদস্য-৫ অর্থ বিভাগ এর অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সদস্য-৬ পররাষ্ট্র মন্ত্রণালয় এর রাষ্টাচার প্রধান নাঈম উদ্দিন আহমেদ, সদস্য-৭ সমাজ সেবা অধিদপ্তর এর পরিচালক (যুগ্ম-সচিব) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, সদস্য-৮বানিজ্য মন্ত্রণালয় এর যুগ্ম সচিব জিন্নাত রেহানা, সদস্য-৯ স্থানীয় সরকার বিভাগ এর যুগ্মসচিব মোহাম্মদ ফজলে আজিম, সদস্য-১০ স্বাস্থ্য মন্ত্রণালয় এর যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দার, সদস্য-১১ এন.এস.আই’র অতিরিক্ত পরিচালক মনসুর আহমেদ, সদস্য-১২ বিআরটিসি’র জেনারেল ম্যানেজার (উপ-সচিব) মো. আমজাদ হোসেন, সদস্য-১৩ জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতাল এর সহকারী রেজিষ্টার ডাঃ কফিল উদ্দিন, সদস্য-১৪ ডিএমপি’র ফজলুর রহমান, সদস্য-১৫ রুপালী ব্যাংক লিমিটেড এর জেনারেল ম্যানেজার মো: হারুনুর রশীদ।
শেষে উপস্থিত সকল সদস্যকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের নেতৃবৃন্দ।