সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের সামনে জড়ো হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তাদের প্রতিহত করতে টিএসসি ও রাজু ভাষ্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টায় শহীদুল্লাহ হলের সামনে লাটি-সোঁটা নিয়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও রাজু ভাস্কর্যের পাদদেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটকে এ সমাবেশে যোগ দিতে দেখা যায়।