প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার (১০ আগস্ট) বেলা আড়াইটার দিকে তিনি জানান, প্রধান বিচারপতি আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে শনিবার সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
পরে প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
এ খবরে বেলা ২টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান।