এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব),ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ট্রাফিক পয়েন্টে ট্রাফিক নিরসনে নিয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ আগষ্ট) সকালে রাজধানীর ফার্মগেট খামারবাড়িস্থ ট্রাফিক পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে এ ছাতা বিতরন করা হয়।
ছাতা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এ্যাবের আহবায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব কৃষিবিদ প্রফেসর ডা: জিকেএম মোস্তাফিজুর রহমান।
এ্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি কৃষিবিদ শফিউল আলম দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ কে এম সানোয়ার আলমের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, কৃষিবিদ শফিউল আলম দিদার, কৃষিবিদ নুরুন্নবী ভুইয়া শ্যামল, কৃষিবিদ কামরুজ্জামান জনি, কৃষিবিদ আব্দুর রাকিব, কৃষিবিদ শওকত ওসমান শামীম, কৃষিবিদ ওসমান গনি তুহিন, কৃষিবিদ আহসান হাবীব প্রান্ত, কৃষিবিদ শরিফুল ইসলাম, কৃষিবিদ আশরাফুল ইসলাম, কৃষিবিদ পলাশ আমজাদ, কৃষিবিদ ইয়ার মাহামুদ, কৃষিবিদ কে আই এফ সবুর, কৃষিবিদ কে এম সানোয়ার আলম, কৃষিবিদ নাজমুল হোসেন সুইটসহ এ্যাবের কেন্দ্রীয় ও বিভিন্ন চ্যাপ্টারের নেতৃবৃন্দরা।