
বাংলাদেশের অন্যতম আইটি প্রতিষ্ঠান বিয়ন্ড ব্র্যাকেট লিমিটেডের নাম, লোগো, ওয়েবসাইট এড্রেস, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস ইত্যাদি-যুক্ত এসএমএস/ইমেইল/মেসেজ পাঠিয়ে বা ফোন করে জানিয়ে কিছু প্রতারক বিয়ন্ড ব্রাকেট লিমিটেডের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন প্রচার করছে।
সোমবার (১৪ এপ্রিল) কোম্পানির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা হোয়াটসঅ্যাপ, টেক্সট মেসেজ, টেলিগ্রাম মেসেজ, ফোন কল, ইমেইল-এর মতো চ্যানেলের মাধ্যমে চাকরিপ্রার্থীদের টার্গেট করছে এবং বিয়ন্ড ব্র্যাকেট লিমিটেডের নাম ব্যবহার করে মিথ্যা চাকরির প্রস্তাব দিচ্ছে।
সংশ্লিষ্ট বিষয়ে কোম্পানিটিরি নিকট রিপোর্ট করা ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, ‘easy income scheme’ বা সহজে আয় করার নামে কিছু ভুয়া প্রস্তাব দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে গুগল ম্যাপে বিভিন্ন প্রতিষ্ঠানকে রিভিউ দিয়ে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ ও ইউটিউব চ্যানেল লাইক/ফলো, সাবস্ক্রাইব ইত্যাদি করলে টাকা দেওয়া হবে। তাদের সাথে যুক্ত হওয়ার এক পর্যায়ে প্রতারক চক্রটি সংশ্লিষ্ট চাকরী-প্রত্যাশীদের কাছ থেকে টাকা দাবি করে প্রলোভন দেখায় যে, তারা দ্রুত জমাকৃত টাকার বিপরীতে বড় পার্সেন্টেজের/অংকের লাভসহ মূলধন ফেরত পাবে। এসব প্রতারক মিথ্যাভাবে দাবি করছে যে তারা বিয়ন্ড ব্র্যাকেট লিমিটেড-এর সাথে যুক্ত।
বিয়ন্ড ব্র্যাকেট লিমিটেড স্পষ্টভাবে জানাচ্ছে যে, প্রতিষ্ঠানটি কখনোই কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের কাছ থেকে টাকা দাবি করে না। বিয়ন্ড ব্র্যাকেট লিমিটেডের সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্য ও অফিসিয়াল আপডেট শুধুমাত্র কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট https://beyondbracket.com এবং ওয়েবসাইটে সংযুক্ত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজসমূহে প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামসুজ্জামান রিটন বলেন, আমরা আমাদের নাম ব্যবহার করে চালানো যেকোনো প্রতারণার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। জনসাধারণকে অনুরোধ করছি, এই ধরনের কোনো ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দেখে বিভ্রান্ত না হতে এবং যেকোনো সন্দেহজনক বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের অবহিত করতে ও প্রয়োজন বোধ করলে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে।
উল্লেখ্য, চক্রটি গত ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসেও আমাদের নামে একই রকম অপতৎপরতা চালায় যার প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নেয়া হয়েছিলো। ভবিষ্যতে এমন ভুয়া বিজ্ঞাপন সম্পর্কে সচেতন থাকতে এবং সঠিক তথ্যের জন্য কোম্পানির অফিসিয়াল চ্যানেলগুলো অনুসরণ করতে অনুরোধ জানানো হচ্ছে।