চাঞ্চল্যকর খুনসহ ছিনতাই মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

রাজধানীর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে খুনসহ ছিনতাই মামলার রহস্য উদঘাটন এবং দুইজন ছিনতাইকারী’কে গ্রেফতার করেছে ডিএমপি ডিবি-তেজগাঁও বিভাগ। এ সময় তাদের কাছে থেকে ভিকটিমের মোবাইল ও ছিনতাই-এ ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) ভোর ০৫.০০ ঘটিকায় সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় ডিএমপি, ডিবি-তেজগাঁও বিভাগের একটি চৌকস আভিজানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ সাব্বির হোসেন (২০) ও মোঃ হৃদয় খান (২২)।

ডিবি-তেজগাঁও সূত্রে জানা যায় যে, গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে রাত ৯ টার দিকে মগবাজার এলাকায় একজন রিক্সার যাত্রীকে কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে এসে রিক্সার গতিরোধ করে এবং রিক্সার যাত্রী হাবিবুল্লাহ হাবিব (১৮) এর কাছে থাকা মালামাল ও মোবাইল ছিনিয়ে নেওয়ার একপর্যায়ে ভিকটিম বাধা দিলে অপরাধীরা তাকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে ফেলে রেখে যায়। পরে ভিকটিম’কে পথচারীরা ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে হাতিরঝিল থানায় একটি খুনসহ ছিনতাই মামলা করা হয়।

হাতিরঝিল থানা পুলিশ এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করতে না পারায় মামলাটি ডিবি তেজগাঁও বিভাগে হস্তান্তরিত হয়। মামলাটি প্রাপ্তির পর হতে ডিবি তেজগাঁও বিভাগ ঘটনা উদঘাটনে একটি চৌকস আভিযানিক দল নিয়োগ করে। ঘটনা সংক্রান্তে কোনো সিসি ক্যামেরার ফুটেজ কিংবা আসামিদের কোনো তথ্য-উপাত্ত পাওয়া না গেলেও অপরাধের “মোডাস অপারেন্ডি” ও এইরুপ অপরাধ কারা ঘটাতে পারে এরুপ বিষয়গুলো বিশ্লেষণ করে ডিবি, তেজগাঁও বিভাগ তিন জন প্রকৃত আসামি’কে চিহ্নিত করতে সমর্থ হয়। এরই ধারাবাহিকতায় ডিএমপি, ডিবি-তেজগাঁও বিভাগের একটি চৌকস আভিযানিক দল গত সোমবার (১৪ এপ্রিল ) ভোর ০৫.০০ ঘটিকায় সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা হতে অভিযান পরিচালনা করে ভিকটিমের মোবাইল ও ছিনতাই এ ব্যবহৃত মোটরসাইকেলসহ ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত দুই (০২) জন ছিনতাইকারী ১। সাব্বির হোসেন (২০) ও ২। মোঃ হৃদয় খান (২২)’কে গ্রেফতার করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে রাত্রীকালিন মোটরসাইকেল যোগে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পথচারীদের এমন ছিনতাই এর মত অপরাধ সংগঠন করতো। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তারা তাদের অপরাধ স্বেচ্ছায় স্বীকার করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত অপর আসামী নাহিদুল ইসলাম অণু (২১) অন্য মাদক মামলায় ইতোমধ্যে জেলখানায় কারারত রয়েছে, যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।