গর্বিত মায়ের ভাষা

তোমার ডাক শুনে কত্তো ভালো লাগতো
হাঁটি হাঁটি পা পার সময় স্বরে
ডাকতে এই খোকা আয়না কাছে আয়
আজও তোমায় ভুলতে পারিনাই।

পরপারে চলে গেছো মা
কতদিন কতটা বছর কেটে গেছে
তোমার মুখে খোকা ডাকটা শুনিনা।

এতো সে দিনের কথা
এ ধরাতে তোমার কষ্ট মানতে
আমি রাজী ছিলাম না।
তাইতো আমি তোমার পাগল খোকা।

মৃত্যুর আগে তোমার জ্ঞান ফিরে এলে জানতে চাইতে আমার পাগল কোথায়?
তাইতো মনে হয় বাংলাদেশে আমার জন্ম না হলে
তোমার মতো মা পেতাম কোথায়?
তাইত তোমার ভাষায় জন্ম নিয়ে গর্বিত আমি।

কলমে আমির হোসেন, সৌদি আরব প্রবাসী।