
প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীদের অভিবাক হিসেবে সরকারি তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা।
২৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তিতুমীর কলেজের ২৮ তম অধ্যক্ষ হিসেবে কর্মজীবনের ইতি টেনে অবসরে যান প্রফেসর মো. আশরাফ হোসেন।
এদিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অভিবাক শূন্যতা পূরণে কলেজটির ২৯ তম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর তালাত সুলতানা।
নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশংসা ও অভিনন্দনের সুর তুলছেন অনেকেই। বাদ যায়নি শিক্ষক-শিক্ষার্থীরাও।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সদ্য সাবেক সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম কামাল উদ্দিন হায়দার তার ফেসবুক পোস্টে লিখেন, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় অভিনন্দন ও শুভকামনা প্রিয় প্রফেসর তালাত সুলতানা ম্যাডাম।