লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জের সাদার ঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার আবু সাঈদের ছেলে জামাল উদ্দিনের পরিচয় নিশ্চিত হলেও সিএনজি চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে ধারনা করা হচ্ছে নিহতের মধ্যে সিএনজি চালক ও একজন যাত্রী রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রায়পুর থেকেছেড়ে আসা চট্টগ্রামগামী শাহী নামীয় একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ফলবাহী সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা ফল ব্যবসায়ী ও চালক ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চন্দ্রগঞ্জ থানার ওসি জসীম উদ্দিন দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দূর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে।