শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকার মিরপুর শেওড়াপাড়ায় অবস্থিত ট্রমা ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এন্ড ম্যাটস।
একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহর ভোর তিনটায় প্রায় দুই শতাধিক ছাত্র/ ছাত্রী নিয়ে প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাফিজুল ইসলাম নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান নিরব, বিজনেস ডেভলপার বদিউল আলম রনি, সহকারী প্রশাসনিক কর্মকর্তা জাহিদা জামান সোনিয়া, কোর্স কোর্ডিনেটর রাজিব খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ দুলাল হোসাইন সহ অনান্যসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
১৯৫২ সালের এ দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন। তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে ওই দিন মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।