আগামী ঈদের পর রাজধানীর গণপরিবহনে টিকিট বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সভাকক্ষে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে মেয়র এসব কথা জানান।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে টিকিট ব্যবস্থা চালু করার এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, ‘রাজধানীতে বিদ্যমান গণপরিবহনসমূহ বাধ্যতামূলকভাবে টিকিট ছাড়া কোনো যাত্রী চলাচল করতে পারবে না। আসন্ন ঈদের পর থেকে এটা কার্যকর হবে।’
মেয়র বলেন, ‘রাজধানীর বিদ্যমান যে বাস-সংকট এবং যাত্রীদের দুর্ভোগ, সেটির পরিত্রাণের লক্ষ্যে ডিটিসি, বিআরটিএ, বিআরটিসি, ডিএসসিসি, ডিএনসিসি এবং পরিবহনমালিকদের সমন্বয়ে বাসের টিকিট এবং কাউন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাঠপর্যায়ে পরিদর্শন করে পরিকল্পনা গ্রহণ করবে। ঈদের পরপরই যাতে এটি কার্যকর করা যায়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
এ ছাড়া সাঈদ খোকন বলেন, ‘২৭ মে থেকে রাজধানীর উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে। ইতিমধ্যে ধানমন্ডি এলাকায় এই সেবা চালু হয়েছে। তাই উত্তরায় চালু হওয়ার পর মতিঝিল ও সদরঘাট এলাকায়ও চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।’
সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় এ সময় উপস্থিত ছিলেন- ডিএমপি প্রতিনিধি, বিআরটিসি, রাজউক, বিআরটিএ কর্মকর্তাসহ মহানগরীর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণপরিবহন বিশেষজ্ঞরা।