পার্ট টাইম চাকরির সুযোগ
অনেকে হয়ত পার্ট টাইম চাকরির কথা ভাবছেন কিন্তু বাংলাদেশী নিয়োগকর্তাদের মধ্যে পার্ট টাইম চাকরির ধারনাটি এখনো তেমনভাবে গড়ে উঠেনি। টেলিযোগাযোগ শিল্পে কিছু প্রতিষ্ঠান আছে যারা শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরির সুযোগ দেয় বিশেষ করে কাস্টমার সার্ভিস, কল সেন্টার ইত্যাদি।
কিছু মাল্টিন্যাশনাল কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানও কল সেন্টার এ এই ধরনের চাকরির সুবিধা দিয়ে থাকে। এই ধরনের সুযোগ কোচিং সেন্টার, বিউটি পার্লার, বিজ্ঞাপন সংস্থা, মিডিয়া কোম্পানি ইত্যাদি জায়গায় আছে। গবেষণা প্রতিষ্ঠান বিশেষ করে মাল্টিন্যাশনাল মার্কেটিং গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান এবং প্রকল্পভিত্তিক সরকারী প্রতিষ্ঠানগুলো এই সুবিধা দিয়ে থাকে যা দিয়ে তারা তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, পরিকল্পনা ও অন্যান্য প্রাসঙ্গিক কাজ করতে পারে। সাম্প্রতিক কিছু টিভি চ্যানেল বের হয়েছে যেখানে খবর পাঠক, সাংবাদিক, অনুষ্ঠান পরিবেশক এবং আরো কিছু অন্যান্য বিষয়ে পার্ট টাইম চাকরি করার সুযোগ আছে । প্রিন্টিং মিডিয়াতেও এই সুবিধা মাঝে মাঝে দেখা যায়।জনপ্রিয় খুচরা বিক্রেতা কোম্পানি, বুটিক, সুপারশপ তারাও আজকাল পার্ট টাইম চাকরির ব্যবস্থা করছে, যেখানে পড়াশোনার পাশাপাশি নিজেদের সময় সুযোগমত অনেকে কাজ করছে। উপরন্তু, শিক্ষার্থীরা প্রশিক্ষণের মাধ্যমে হস্তশিল্প, রান্না, মাশরুম চাষ, বনসাই তৈরী প্রভৃতি কাজে দক্ষ হতে পারে। স্বাস্থ্য ও খাদ্য আমাদের জীবনের অত্যাবশকীয় অংশ। তাই কারো যদি রান্না বিষয়ক কাজে আগ্রহ থাকে তাহলে সে বাসায় বানানো খাদ্য বিভিন্য কনফেকশনারী দোকান এ পাঠাতে পারবে। এইসব দক্ষতার মাধ্যমে একজন শিক্ষার্থী পরিবারের রোজগারী সদস্য হতে পারে।