অপরাধে সহায়তা সম্পর্কিত ধারা
ধারা ১০৭। বিষয়ে সহায়তা সম্পর্কিত
যে ব্যক্তিঃ
প্রথমত, কোন বিষয় সম্পাদন করিবার জন্য কোন ব্যক্তিকে প্ররোচিত করে,
বা
দ্বিতীয়ত,কোন বিষয় সম্পাদনের জন্য এক বা একাধিক অপ্রয়োজনীয় ব্যক্তি বা ব্যক্তিবর্গের সহিত এইরূপ ষড়যন্ত্রে লিপ্ত হয়, যে ষড়যন্ত্রের ফলে কোন কার্য বা অবৈধ বিরতি সংঘটিত হয় এবং অনুরূপ কার্য বা অবৈধ বিরতি উক্ত বিষয় সম্পাদনের জন্য সংঘটিত হয়,
অথবা
তৃতীয়ত, উক্ত বিষয় সম্পাদনের জন্য কোন কার্য বা অবৈধ বিচ্যুতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে। সেই ব্যক্তি উক্ত বিষয় সম্পাদনের জন্য সহায়তা করে।
ধারা ১০৮। দুষ্কর্মে সহায়তাকারীঃ
যে ব্যক্তি কোন অপরাধ অনুষ্ঠান, বা অপরাধ বলিয়া গণ্য কোন কার্য অনুষ্ঠানে সহায়তা করে, সেই ব্যক্তি অপরাধে সহায়তা করে, যদি উক্ত অপরাধ বা কার্য দুষ্কর্মে সাহায্যকারী ব্যক্তির ন্যায় একই উদ্দেশ্য বা অবগতি সহকারে কোন অপরাধ সংঘটনের জন্য আইনত যোগ্য বিবেচিত ব্যক্তি কর্তৃক সম্পাদিত হইয়া থাকে।
ধারা ১০৯। দুষ্কর্মে সহায়তার ফলে সহায়তাকৃত কাজটি সম্পাদিত হইবার ক্ষেত্রে এবং উহার শাস্তি বিধানার্থ কোন স্পষ্ট বিধান না থাকিবার ক্ষেত্রে দুস্কর্মে সহায়তার শাস্তিঃ
কোন ব্যক্তি কোন অপরাধে সহায়তা করিলে যদি সহায়তার ফলে সাহায্যকৃত কার্যটি সম্পাদিত হয় এবং এই বিধিতে অনুরূপ দুষ্কর্মে সহায়তার শাস্তি বিধানার্থ কোন স্পষ্ট বিধান না থাকে, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত, অপরাধের জন্য ব্যবস্থিত শাস্তি বিধান করা হইবে।
ধারা ১১৫। মৃত্যুদন্ডে বা কারাদন্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তাকরণ; অপরাধ অনুষ্ঠিত না হইলেঃ
যে ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানে সহায়তা করে সেই ব্যক্তি সহায়তার পরিণতিতে উক্ত অপরাধ সংঘঠন না হইলে এবং অনুরূপ সহায়তার শাস্তি বিধানের নিমিত্ত এই বিধিতে কোন স্পষ্ট ব্যবস্থা না থাকিলে যেকোন বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হইতে পারে- দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে।
ফলে ক্ষতিসাধনকারী কার্য সম্পাদিত হইলে এবং সহায়তাকারী সহায়তার ফলে যে কার্যের জন্য দায়ী হয় সেই কার্য এবং যাহা কোন ব্যক্তিকে আঘাত হানে তাহা সম্পাদিত হইলে সহায়তাকারী যেকোন সর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ চৌদ্দ বৎসর পর্যন্ত হইতে পারে দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবে।
ধারা ১১৮। মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের ষড়যন্ত্র গোপনকরণঃ
যে ব্যক্তি মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ সংঘটনের পথ সুগম করিবার অভিপ্রায়ে কিংবা তদ্বারা উক্ত অপরাধ সংঘটনের পথ সুগম করিতে পারে এইরূপও সম্ভাবনা রহিয়াছে বলিয়া জানিয়া,
অপরাধটি অনুষ্ঠিত হইবার ক্ষেত্রেঃ
কোন কার্য বা অবৈধ বিরতির সাহায্য অনুরূপ অপরাধ সংঘটনের ষড়যন্ত্রের অস্তিত স্বেচ্ছাকৃতভাবে গোপন করে কিংবা এমন কোন বিবৃতি প্রদান করে যাহা অনুরূপ ষড়যন্ত্র সম্পর্কে মিথ্যা বলিয়া সে জানে,
অপরাধটি অনুষ্ঠিত না হইবার ক্ষেত্রেঃ
সেই ব্যক্তি উক্ত অপরাধ অনুষ্ঠিত হইলে যেকোন বর্ণনার কারাদণ্ডে-যাহার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হইতে পারে-দণ্ডিত হইবে অথবা, উক্ত অপরাধ অনুষ্ঠিত না হইলে, যোকোন বর্ণনার কারাদণ্ডে-যাহার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হইতে পারে- দণ্ডিত হইবে এবং তদুপরি উভয় ক্ষেত্রে অর্থদণ্ডেও দণ্ডিত হইবে। তথ্যসূত্রঃঅনলাইনঢাকা